সভাপতির বাণী

“মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়” কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সনে মরহুম আলহাজ্ব ক্যাপ্টেন (অব:) আবদুস ছোবাহান মহোদয় প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষা বঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য। যা একটি স্বপ্ন, একটি প্রত্যয়, একটি অঙ্গীকার—যা আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনায় লালিত। এই প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে না, বরং প্রতিটি শিক্ষার্থীকে একজন সচেতন, নৈতিক, ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টায় নিয়োজিত।

আমাদের বিদ্যালয়ের প্রতিটি ছাত্রী যেন, জ্ঞানের আলোয় আলোকিত হয় এবং আগামী দিনের নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখে—এই হোক আমাদের অঙ্গীকার। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক, ও পরিচালনা পরিষদের আন্তরিক সহযোগিতা ও একাগ্র প্রচেষ্টায় বিদ্যালয়টি আজ একটি গর্বিত অবস্থানে পৌঁছেছে।

পরিশেষে, আমি বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা কামনা করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি—যারা এই প্রতিষ্ঠানের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন।

শুভেচ্ছান্তে,
(অ্যাডভোকেট আবদুর রহিম)
সভাপতি
মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়।

© All rights reserved © 2025 MJSGHS
Design & Developed BY ShabbirDigital.com